কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ ১৩টি বিপ্লবী কবিতা :: জাগরণী - ALLKOTHA

Breaking

Post Top Ad

এখানে বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 9, 2018

কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ ১৩টি বিপ্লবী কবিতা :: জাগরণী



জাগরণী

জাগো রে তরুণ জাগো রে ছাত্রদল 
স্বতঃ উৎসারিত ঝর্ণাধারায় প্রায় জাগো প্রাণ-চঞ্চল 
ভেদ-বিভেদের গ্লানির কারা-প্রাচীর 
ধুলিসাৎ করি জাগো উন্নত শির 
জবাকুসুম-সঙ্কাশ জাগে বীর, 
বিধি নিষেধের ভাঙ্গো ভাঙ্গো অর্গল। 
ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগো রে নবীন প্রাণ 
তোমার অভ্যুদয়ে হোক সব বিরোধের অবসান 
সঙ্কীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো 
সকল মানুষে ঊর্ধ্বে ধরিয়া তোলো 
তোমাদের চাহে আজ নিখিল জনসমাজ 
আনো জ্ঞানদীপ এই তিমিরের মাঝ, 
বিধাতার সম জাগো প্রেম প্রোজ্জ্বল।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here