শত পর্বে পা রেখেছে প্রজন্ম তার ধারাতে, - ALLKOTHA

Breaking

Post Top Ad

এখানে বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 28, 2018

শত পর্বে পা রেখেছে প্রজন্ম তার ধারাতে,


কলম সেনা

জয়নব জোনাকি


শত পর্বে পা রেখেছে
প্রজন্ম তার ধারাতে, 
ছন্দ তীরে বিষ মেখেছে 
শকুনের পাল তাড়াতে।

পরিষদের ডাক এসেছে 
ঘুমের বিবেক জাগাতে, 
প্রতিবাদের কামান ছুঁড়ে
পরগাছাদের ভাগাতে।

লিখছি আমি গান কবিতা 
পরিষদের পাতাতে, 
ভয় করিনা বুলেট বোমা 
কিংবা কারো আঁতাতে।

আয় ছুটে আয় কলম সেনা 
কাব্য কথার ময়দানে,
অমানিশার কাটবে আঁধার 
উপরওয়ালার জয়দানে।

১৮/০৯/২০১৬

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here